দর্শনীয় স্থানের পটভুমি:
পল্লী কবি জসীম উদদীনের বাড়ী ও কবর স্থানঃ ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর রেলষ্টশনের উত্তরে কুমার নদীর দক্ষিণে গোবিন্দপুর গ্রামে পল্লী কবি জসীম উদদীনের বাড়ী। বাড়ীতে ০৪টি পুরাতন টিনের ঘর চার চালা ঘর রয়েছে। কবির ব্যবহ্নত বিভিন্ন জিনিসপত্রাদি ঘরে সংরক্ষিত রয়েছে। কবির বিভিন্ন লেখা বাড়ীর চত্ত্বরে প্রদর্শন করা আছে। বাড়ীর পূর্ব ও পশ্চিমে পোর্শিদের বসতবাড়ী এবং দক্ষিণে ছোট একটি পুকুর রয়েছে। বাড়ীর উত্তরে কবির কবর স্থান। কবর স্থানের পাশ্বেই পাকা রাস্তা ও কুমার নদী আছে। কবি ১৪-০৩-১৯৭৬ খ্রিঃ তারিখ হতে ডালিম গাছের তলে চিরতরে শায়িত রয়েছেন। কবির কবর স্থানটি পাকা উচু করণ এবং চতুর্দিকে গ্লীলের বেষ্টুনী দ্বারা নির্মিত। কবর স্থানে চিরতরে শায়িত আছেন- (১) কবির পিতা-মৌঃ আনছার উদ্দিন মোল্লা (মৃত্যুর তারিখঃ ২৬-১১-১৯৪৩) (২) মাতা- আমেনা খাতুন (রাঙ্গা ছোটু) (মৃত্যুর তারিখঃ ১৫-১০-১৯৫৩) (৩) কবির পত্নী- বেগম মমতাজ জসীম উদ্দিন (মৃত্যুর তারিখঃ ১৪-০১-২০০৬) (৪) বড় ছেলে- কামাল আনোয়ার (হাসু) (মৃত্যুর তারিখঃ ০৩-৬-১৯৯০), (৫) বড় ছেলের স্ত্রী- জরীনা (মৃত্যুর তারিখঃ ৩০-৬-১৯৬৩), (৬) কবির বড় ভাই- আলহাজ্ব মফিজ উদ্দিন মোল্লা (মৃত্যুর ১৪-৪-১৯৬৩), (৭) কবির সেজো ভাই- সাঈদ ইদ্দন আহম্মদ মোল্লা (মৃত্যুর তারিখ ২৪-৩-১৯৭৫) (৮) কবির ছোট ভাই-প্রফেসর নুরুদ্দীন আহম্মদ (মৃত্যুর তারিখ ০১-৭-১৯৬৪), (৯) কবির ছোট বোন-নূরুন নাহার (সাজু) (মৃত্যুর তারিখ ১০-১১-১৯৫০) (১০) কবির নাতিন- আসিফ (মৃত্যুর ৩০-৩-১৯৮০), (১১) কবির সেজো ভাইয়ের মেয়ে- মোসাঃ হোসনে আরা (দোলন) (মৃত্যুর তারিখ ২১-৪-১৯৭৩), (১২) কবির সেজো ভাইয়ের নাতনী-মনজুরা শাহরীন (চাঁদনী) (মৃত্যুর তারিখ ০৮-৬-২০০৭ ) এবং (১৩) কবির শিশু ভাগিনীর কবর।
দর্শনীয় স্থানের যাবার উপায়ঃ
দর্শনীয় স্থানের যাবার উপায়ঃ ফরিদপুর বাসষ্ট্যান্ড হতে ২ কিঃ মিঃ দূরে। রিক্সা/অটোরিক্সা/মাইক্রোবাস যোগে যাওয়া যায়।
আবাসন/যোগাযোগ ব্যবস্থা
দর্শনীয় স্থানের আবাসন ব্যবস্থাঃ দর্শনীয় স্থানের কোন আবাসনের ব্যবস্থা নেই। তবে ফরিদপুর শহরের আবাসনের ব্যবস্থা আছে।দর্শনীয় স্থানের তত্ত্বাবধায়কের যোগাযোগের ঠিকানাঃ (১) রাজিয়া সুলতানা, তত্ত্বাবধায়ক, মোবাইল নং ০১৯১৫৬১০৫১ ও (২) কাজী রফিক, তত্ত্বাবধায়ক, মোবাইল নং ০১৯১১৭৫৯৪০৫।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS