১। নারী উন্নয়ন ও জেন্ডার সমতার লক্ষ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) ও দারিদ্র বিমোচন কৌশল পত্রের (PRSP) আলোকে রাজস্ব ও উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন। ২। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে নারী উন্নয়নে গৃহীত সরকারী/বেসরকারী উদ্যোগ ও কার্যক্রমের সমন্বয় সাধন। ৩। বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষনের মাধ্যমে মহিলাদের আত্নকর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা। ৪। আর্থ-সামাজিক উন্নয়নের মূলধারায় নারীকে সম্পৃক্তকরণের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম গতিশীল করা। ৫। দারিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তা, প্রশিক্ষণ প্রদান এবং আয়বর্ধক কর্মসূচীতে অংশগ্রহণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নসহ দারিদ্র বিমোচনের ব্যবস্থা করা। ৬। দুঃস্থ মহিলা, অসহায় ও দরিদ্র গর্ভবর্তী মা’র জন্য ২ বছর মেয়াদী মাতৃত্বকালীন ভাতা প্রদান করা। ৭। বিভিন্ন বৃত্তিমূলক পেশায় প্রশিক্ষণপ্রাপ্ত বিত্তহীন ও দরিদ্র মহিলাদের উৎপাদনমুখী কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে আত্ন-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান করা। ৮। নারীর প্রতি সহিংসতা রোধসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা। ৯। নির্যাতিত নারী ও শিশুদের আইনগত সহায়তা প্রদান। ১০। কর্মজীবী ও শ্রমজীবী মায়েদের শিশুদের জন্য ফরিদপুর জেলার চরকমলাপুরে দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করা। ১১। স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন, নিয়ন্ত্রণ তদারকীসহ সংগঠন সমূহকে বাৎসরিক অনুদান প্রদান করা। ১২। নারী উন্নয়ন ও জেন্ডার সমতা স্থাপনে জাতীয় নারী উন্নয়ন নীতি ও CEDAW সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা। |
১নংকুঠিবাড়ি কমলাপুর,ফরিদপুর
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS