দাগগুচ্ছ জরিপ( ৫৮৩ টি দাগগুচ্ছ নমুনা ভিত্তিতে ) বৎসরে ৪ বার জরিপ করা হয়।
আউশ, আমন, বোরো, পাট, গমও আলু ফসলের পরীÿামুলক কর্তন করা হয়।
৬টি প্রধান ফসলের আনুমানিক হিসাব নির্নয়।
১১৫ টি অপ্রধান ফসলের আনুমানিক হিসাব নির্নয়।
ভুমি ব্যবহার ও ফসলভেদে সেচ সংμvমত্ম পরিসংখ্যান।
বন জরিপ।
গবাদিপশু ও হাঁসমুরগী জরিপ।
মৎস্য জরিপ।
মাসিক কৃষি মজুরী তথ্য সংগ্রহ।
প্রধান প্রধান ফসলের মূল্য ও উৎপাদন খরচ জরিপ।
শিÿা সংμvমত্ম পরিসংখ্যান সংগ্রহ।
বাজার দর সংগ্রহ (জেলা সদর উপজেলায়)।
আইসিপি( ফুড আইটেমও ননফুড আইটেম এর বাজার দর সংগ্রহ।
জিডিপি, জিএনপি, ন্যাশনাল ইনকাম নির্ধারনের জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করা।
মূল্যস্ফীতির হার নির্ধারনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ।
এসভিআরএস প্রকল্প (জনম, মৃত্যু, বিবাহ, তালাক, আগমন, বহির্গমন সম্পর্কে ৬২টি নমুনা এলাকার স্থানীয় রেজিষ্টারগন তথ্য সংগ্রহ করেন)। |
আদমশুমারী ও গৃহ গণনা প্রকল্পঃ ১০ বৎসর পরপর উক্ত প্রকল্পের মাধ্যমে দেশের জনসংখ্যা নির্নয়, বয়স ও শ্রেনীভেদে জনসংখ্যা বিন্যাস,শিÿার হার নির্নয়, পেশার শ্রেনী বিন্যাস, গৃহের কাঠামো এবং বিভিনড়ব ধর্মাবলম্বী লোকের শ্রেনী বিন্যাস ইত্যাদি সংμvমত্ম তথ্য সংগ্রহ করে জাতীয় উনড়বয়ন সংμvমত্ম কাজে ব্যবহার করা হয়। |
কৃষিশুমারী প্রকল্পঃ কৃষিশুমারীর মাধ্যমে ফসলভেদে জমির পরিমান নির্নয়, একফসলী-দুইফসলী ও তিন ফসলী জমির পরিমান নির্নয়, মোট আবাদী জমির পরিমান নির্নয়, এবং কৃষি সংμvমত্ম যাবতীয় তথ্য সংগ্রহ করে কৃষি সেক্টরের উনড়বয়ন পরিকল্পনায় ব্যবহার করা হয়। |
অর্থনৈতিক শুমারীঃ অর্থনৈতিক শুমারীর মাধ্যমে দেশের জনসাধারনের অর্থনৈতিক কর্মকান্ডের বিবরন বেকারত্বের হার নির্ধারন সংμvমত্ম তথ্য সংগ্রহ করা হয় এবং জাতীয় উনড়বয়নে শুমারীর তথ্য ব্যবহার করা হয়। |
এম আই সি এস জরিপঃ উক্ত জরিপের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যও এমডিজি উনড়বয়ন সূচক সংμvমত্ম তথ্য সংগ্রহকরে দেশের জনগনের জীবন মান উনড়বয়নের জন্য পরিকল্পনা গ্রহন করা হয়। |
গুহুলÿীপুর, স্টেশন রোড, রেলগেটের উত্তর পাশে, ফরিদপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS