ফরিদপুর শহর দেশের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত। প্রসিদ্ধ কামেল শাহ শেখ ফরিদউদ্দীনের নামে এ জেলার নাম ফরিদপুর হয়। পূর্বে ফতেহ আলীর নামে এলাকাটি ফতেহবাদ নামে পরিচিত ছিল। ১৮৫০ সালে লর্ড ডালহৌসী ঢাকা জেলাকে ভেঙ্গে ফরিদপুর জেলা সৃষ্টি করেন। কিছু কালপর ১৮৬৯ সালে ফরিদপুর শহরকে পৌরসভায় রুপান্তর করা হয়। ১৭.৩৮ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। ফরিদপুর পৌরসভা ১৯৮৩ সালে “গ’’ থেকে “খ’’ শ্রেণীতে এবং ১৯৮৬ সালে “খ’’ থেকে “ক’’ শ্রেণীতে উন্নতী হয়। ১৪ টি মৌজায় ৩৬ মহল্লা নিয়ে ৯টি ওয়ার্ড বিশিষ্ট্য ফরিদপুর পৌরসভা জনগণের সেবা করে চলেছে।১৯৯১ সালের আদম শুমারী অনুযায়ী জনসংখ্যা ছিল ৬৮,৯৩৮ জন, ২০০১ সালে ছিল ৯৯,৯৪৫, যা বর্তমানে বেড়ে দাড়িয়েছে ১,৪৬,৯২১ জন। জন সংখ্যা বৃদ্ধির হার প্রায় ৪.০০। এভাবে বাড়তে থাকলে আগামী ২০৩০ সালে পৌরসভার জনসংখ্যা হবে ৩,২১,৯২২ জন।
নাগরিক সেবাসমূহ ডাউনলোড করুন
নাগরিক সেবাসমূহ | |
---|---|
১. প্রশাসন বিভাগ | খ. হিসাব শাখা |
ক. সাধারণ শাখা | ঠিকাদারী বা অন্যান্য বিল প্রদান কর হয়। |
চিঠিপত্র গ্রহণ ও প্রেরণ | গ. এ্যাসেসমেন্ট শাখা |
অম্বিকা পৌর মেমোরিয়াল হল ভাড়া | কর নির্ধারণ |
আগন্তুকদের আগমনের উদ্দেশ্য ও কারণ নির্ণয়/ লিপিবদ্ধ করা। | নাম পরিবর্তন (দলিল) |
আগন্তুকদের সঠিক দিক নির্দেশনা প্রদান | ঘ. কর আদায় ও লাইসেন্স শাখা |
বিভিন্ন প্রকার আবেদনপত্র গ্রহণ | লাইসেন্স (রিক্সা/ভ্যান, বিজ্ঞাপন) |
অশিক্ষিত আগন্তুকদের আবেদনপত্র লিখতে সহযোগিতা প্রদান। | ট্রেড লাইসেন্স |
মেয়র ও কাউন্সিলরবৃন্দের মোবাইল/ফোন নাম্বার প্রদান | ঙ. শিক্ষা ও সংস্কৃতিক/পাঠাগার শাখা |
পৌর সেবা সম্পর্কে পরামর্শ গ্রহণ | পৌর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি |
পৌর সেবা সংক্রান্ত কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে গোপন অভিযোগ গ্রহণ | পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি |
শালিস বিচার | চ. পৌর বাজার শাখা |
২. প্রকৌশল বিভাগ | দোকান বরাদ্দ ও মাসিক দোকান ভাড়া অদায় |
ক. পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন শাখা | ৩. স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পরিচ্ছন্নতা বিভাগ |
পানি সংযোগ | ক. পরিচ্ছন্নতা শাখা |
পানির মাসিক বিল | সেপটিক ট্যাংক পরিস্কার |
পূনঃ সংযোগ ফি | রাস্তাঘাট/বাজার/ড্রেন ইত্যাদি পরিস্কার পরিচ্ছন্ন করণ |
সংযোগ স্থানান্তর | বেওয়ারিশ কুকুর নিধন |
নাম পত্তন | বেওয়ারিশ লাশ পরিবহন ও দাফন |
খ. পূর্ত শাখা | খ. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা শাখা |
অবকাঠামো নির্মান অনুমোদন (সীমানা প্রাচীর, কাঁচা স্থাপনা, সেমি পাকা স্থাপনা, পাকা স্থাপনা) | জম্ম ও মৃত্যুর রেজিষ্ট্রার রক্ষনাবেক্ষন এবং জম্ম মৃত্যুর সনদপত্র প্রদান |
রাস্তা-ঘাট, ড্রেন, ডাষ্টবিন সহ পরিবেশ বান্ধব যে কোন ধরনের অবকাঠামো নির্মান | ওয়ারিশ প্রত্যয়ন পত্র |
সীমানা বিরোধ নিষ্পত্তি | নাগরিক সনদপত্র |
অনাপত্তি সনদ | অভিভাবকের বাৎসরিক আয়ের সনদপত্র। |
কাজের অভিজ্ঞতা সনদ প্রদান ও যাচাই | বেকারত্ব এবং দ্বিতীয় বিবাহ হয় নাই সনদপত্র |
গ. বিদ্যুৎ ও যান্ত্রিক শাখা | ০-১ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টিকা প্রদান |
সড়ক বাতি | ১৫-৪৯ বছর মহিলাদের টিটি টিকা প্রদান |
পিক-আপ ভাড়া | কবরস্থান, শশ্মান ঘাট সংক্রান্ত সেবা সমূহ |
রোলার ভাড়া | বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রিমাইসেস লাইসেন্স প্রদান |
১. দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-২)
সাধারণ পরিচিতি
দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-২) বা Second Urban Govemance and Infrastructure Improvement (Sector) Project (UGIIP-2 এর আওতায় নগর পরিচালন উন্নতিকরণ কর্ম-পরিকল্পনা বা Urban Govemance Improvement Program (UGIAP) এর প্রথম পর্যায়ে ৭টি কর্ম তৎপরতার মধ্যে ‘জেন্ডার এ্যাকশন প্ল্যান’ (GAP) ও দারিদ্র্য হ্রাসরকরণ কর্ম-পরিকল্পনা বা Poverty Reduction Action Plan (PRAP) ইত্যাদিসহ পৌরসভা উন্নয়ন পরিকল্পনা অর্থাৎ A_©vr Pourashava Development Plan (PDP) প্রণয়ন একটি অন্যতম শর্ত। প্রকল্পে আরোপিত শর্তানুযায়ী উক্ত ৭টি কার্যক্রম সাফল্যের সাথে বাস্তবায়নে সক্ষম হলে সংশ্লিষ্ট পৌরসভা প্রকল্পের ২য় পর্যায়ে উন্নতি হবে এবং প্রকল্পের আওতায় আর্থিক ও কারিগরি সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। UGIAP এর প্রথম পর্যায়ের সকল কর্মকান্ড বাস্তবায়নের জন্য জানুয়ারী ২০০৯ হতে দেড় বছর সময় নির্ধরিত রয়েছে। এ জন্য ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘ্য মেয়াদি উন্নয়ন দর্শনকে সামনে রেখে স্বল্প ও মধ্য মেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ফরিদপুর পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।জনগণের চাহিদা মাফিক সেবা প্রদানের লক্ষ্যে ফরিদপুর পৌরসভায় পিডিপি প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হয়। পিডিপি পৌর জনগণের অংশগ্রহণমূলক অনুশীলন ও আলাপ-আলোচনা পদ্ধতি অনুসরণে নাগরিকদের চাহিদা ও অগ্রাধিকার নির্ণয় এবং বিদ্যমান অবস্থা নিরুপণ ও তার বিস্তারিত বিশ্নেষণের উপর ভিত্তি করে প্রণীত হয়েছে। এ জন্য যে সকল পদ্ধতি বা Tools ব্যবহার করা হয়েছে সেগুলোর মধ্যে বেজলাইন সার্ভে (Secondary Source), পরিবার জরিপ (HH Survey), ফোকাস গ্র“প ডিসকাশন (FGD) এবং ওয়ার্ড ভিশন ও পৌরসভা ভিশন অনুশীলনে স্টেকহোল্ডারদের বিশ্লেষণ অন্যতম।
২. জেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (DTIDP)
সাধারণ পরিচিতি
পৌরসভায় মাষ্টার প্ল্যান প্রনয়নের লক্ষে অত্র প্রকল্পটি এলজিইডির পক্ষ থেকে তা বাস্তবায়ন করা হচ্ছে। কিছু Consulting Firm প্রয়োজনীয় সার্ভের মাধ্যমে মাষ্টার প্ল্যান তৈরির কাজ চলছে।
ফরিদপুর পৌরসভা কার্যালয়
মুজিব রোড, ফরিদপুর-৭৮৩০
ফোনঃ (+৮৮) ০৬৩১-৬৫৩০০
ওয়েবসাইটঃwww.faridpurmunicipality.gov.bd
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS