Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
স্থানীয় সরকার শাখা,ফরিদপুর
Duties

ক্রঃ নং

সেবার নাম

০১

সাধারণ বিষয়াবলীঃ

সাধারণ সাকুলার, ডিডিএলজির মোটরযান, টেলিফোন, ষ্টেশনারী দ্রব্যাদি, কম্পিউটার বিষয়ক এবং বিভিন্ন তদন্ত।

০২

স্থানীয় সরকার শাখায় কর্মরত কর্মচারীদের সংস্থাপন বিষয়ক।

০৩

ইউ,পি সচিব নিয়োগ, অবসর, বেতন ভাতাদি পরিশোধ, ব্যক্তিগত নথি, চেয়ারম্যানদের শপথ গ্রহণ, পদত্যাগ, সম্মানী ভাতা, গ্রাম পুলিশের যাবতীয় কার্যক্রম, চেয়ারম্যান ও সচিবদের প্রশিক্ষণ, ইউ,পির সীমানা নির্ধারণ, কর ো বাজেট অনুমোদন, ইউ,পি কমপ্লেক্স ভবন নির্মাণ, আরএমপি, এলজিএসপি, ইউ,পির সার্বিক কার্যক্রম মূল্যায়ন।

০৪

উপজেলা পরিষদ বিষয়কঃ

উপজেলা পরিষদের বাসা ভাড়া আদায়,চেয়ারম্যান এর বাসভবন ও অফিস ভবন সংক্রামত্ম যানবাহন সংক্রামত্ম, বার্ষিক উন্নয়ন কর্মসূচী রাজস্ব তহবিল ও উপজেলা পরিষদের কর্মচারীদের বিবিধযোগাযোগ।

০৫

পৌরসভা সংক্রামত্মঃ

পৌরসভা চাহিদা মাফিক বিভিন্ন তথ্যাদি মন্ত্রণালয়ে প্রেরণ ও মন্ত্রণালয়ের সাথেপৌরসভা সমন্বয় সাধন।

০৬

জেলা পরিষদ সংক্রামত্মঃ

জেলা পরিষদ সংক্রামত্ম বিভিন্ন সরকারী নির্দেশনা, বিভিন্ন সভা/সম্মেলন, বিভিন্ন টেন্ডার ডকুমেন্ট বিক্রয় ও জমাকৃত টেন্ডার সীলগালা অবস্থায়প্রেরণ, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ গ্রন্থাগার ও বিবিধ।

০৭

পরিদর্শন সংক্রামত্মঃ

উর্দ্ধতন কর্তৃপক্ষজেলা প্রশাসক, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) , উপজেলা নির্বাহী অফিসার, ডিডিএলজি কর্তৃক ইউ, পি অফিস ও পৌরসভা পরিদর্শন সংক্রামত্ম।

০৮

পরিসংখ্যান সংক্রামত্মঃ

জেলা, উপজেলা,পৌরসভা, ইউনিয়ন পরিষদ সংক্রামত্ম তথ্যাদি, জন্ম ও মৃত্যু নিবন্ধন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রামত্ম বিভিন্ন প্রশিক্ষণ, জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ, আদম শুমারী, সংসদে প্রশ্নোত্তরকল্পে তথ্যাদি প্রেরণ।

০৯

হাট বাজার বিষয়ক

অত্র জেলার ০৯টি উপজেলা, ০৪টি পেৌরসভার হাট বাজার ইজারা সংক্রান্ত কার্যক্রম সমন্বয়করণ, উপজেলা হতে প্রাপ্ত দরপত্র সিডিউল বিক্রয়করণ, দরপত্র বাক্সে প্রাপ্ত দরপত্র, দরপত্র বিক্রয়লব্ধ অর্থ কর্তৃপক্ষের নিকট প্রেরণ।

১০

নির্বাচন সংক্রান্ত

জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ, পোরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত কার্যক্রম, ভোটার তালিকা প্রণয়ন, আই.ডি কার্ড প্রণয়ন, উপজেলা পর্যায়ে নির্বাচন অফিস স্থাপন, পোরসভা ওয়ার্ডবিভক্তি, উপজেলা চেয়ারম্যানদের শপথ গ্রহন ও অন্যান্য বিবিধ বিষয়াদি।

১১

হিসাব উন্নয়নঃ

জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, পোরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বরাদ্দকৃত অর্থের হিসাব নিরীক্ষা ইউ,পি অফিসের হিসাব নিরীক্ষা, জন্ম নিবন্ধন সংক্রান্ত হিসাব নিরীক্ষা।

১২

বিবিধ উন্নয়নঃ

জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠান, উপ-জাতীয়দের উন্নয়ন, শিশু অধিকার বিষয়ক ও অন্যান্য বিবিধ উন্নয়ন।


Contact

জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর