ফরিদপুর জেলার ঐতিহ্য মধ্যে মাটির তৈরি হাড়ি পাতীল একটি অন্যতম ঐতিহ্য।কুমার’রা বিভিন্ন ধরনের মাটি দিয়ে এই হাড়ি পাতীল তৈরি করে থাকে, এবং তারা এই হাড়ি পাতীল তৈরি মাধ্যমে জীবিকা অর্জন করে ।প্রাচীন কাল থেকে এই জেলার মানুষ মাটির হাড়ি পাতীল তৈরি করেছে,যার ঐতিহ্য এখনো এই জেলায় বর্তমান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস