বড় শিল্প
| মাঝারী শিল্প | ছোট /কুটির শিল্প |
ফরিদপুর চিনি কল, আজিজ পাইপ, খানখানাপুর টেক্সটাইল মিল, করিম জুট মিল, সাঈদ জুট স্পিইন, শরীফ জুট মিল, | ফরিদপুর হিমাগার, ফরিদপুর জুট ফাইবার, রোকেয়া টেক্সটাইল, বিএডিসি হিমাগার, | নকশী কাঁথা, মৃৎ শিল্প, খেজুরের পাটি, ছাতা শিল্প, স্বর্ণকার, মাধুলী শিল্প, কাঠের কাজ, বাঁশ ও বেতের কাজ, সেলাই, বেকারী, তাঁত, খেজুরের গুড় ও জাল বুনন |
১. চিনি কল : ফরিদপুর জেলায় মধুখালী উপজেলাতে একটি চিনি কল আছে।
ইহার নাম ফরিদপুর চিনি কল, পোঃ + উপজেলাঃ মধুখালী, ফরিদপুর।
২. পাটকল : ফরিদপুর জেলায় ০৪টি পাট কল আছে।
৩. টেক্সটাইল মিল : ফরিদপুর জেলায় মাঝারী ০২টি টেক্সটাইল মিল আছে।
৪. পাইপ কারখানা : আজিজ পাইপ নামে বড় একটি ০১টি পাইপ কারখানা আছে।
৫. তাঁত শিল্প : মাঝারী ও ক্ষুদ্র আকারের ২০২টি টি তাঁত শিল্প আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস