আজ মধুখালীতে নির্যাতনের স্বীকার পিতা-পুত্রের বাড়ি পরিদর্শন করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: কামরুল আহসান তালুকদার পিএএ, এ সময় নির্যাতিত পিতা ও পুত্রের স্বাস্থ্যের খোজ খবর নেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য ইউএনও, মধুখালীকে নির্দেশনা প্রদান করেন, তাদের স্থায়ী কোন নিবাস না থাকায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর বরাদ্দ দেয়ার জন্য নির্দেশ দেন, নগদ বিশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন,নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন এবং তার ছেলে মেয়েদের লেখাপড়াসহ ভবিষ্যতে যে কোন ধরনের সাহায্যের ব্যাপারে জেলা প্রশাসন, ফরিদপুরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ইউএনও, মধুখালী, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস