০৫ এপ্রিল ২০২৩ রোজ বুধবার ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুসারে ব্যবসায়ীদের মাঝে স্পষ্ট ডিলিং লাইসেন্স প্রদান করা হয়। মান্যবর জেলাপ্রশাসক স্যারের নির্দেশনায় দোকানে দোকানে যেয়ে স্পট ডিলিং লাইসেন্স প্রদান করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, বোয়ালমারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বোয়ালমারী, নেজারত ডেপুটি কালেক্টর, ফরিদপুর ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ঝামেলাহীনভাবে ডিলিং লাইসেন্স হাতে পেয়ে ব্যবসায়ীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস