ফরিদপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যারের পরামর্শে ফরিদপুর সদরের নিউমার্কেট চকবাজার ও হাজী শরীয়তুল্লাহ মার্কেটে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ঈদ উপলক্ষে কাপড়চোপড়ের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এছাড়া সম্প্রতি ঢাকার বঙ্গ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য উপর্যুক্ত সবগুলো বাজারে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা বাজার কর্মকর্তা সহ ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপযুক্ত তিন বাজার কমিটির সভাপতি সেক্রেটারি সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অভিযান পরিচালনাকালে ঈদ উপলক্ষে কাপড়চোপড়ের দাম যাতে ভোক্তা সাধারনের ক্রয় মূল্যের ভেতরে থাকে এবং ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের সমন্বয়ে রেখে যাতে বিক্রি করা হয় সে বিষয়ে সকলকে অবহিত করা হয়। তারা তিন বাজারের অগ্নি নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করণের জন্য সবগুলো দোকানে ফায়ার স্ট্রিংগেইজার লাগানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস