আজ পদ্মা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ৩২ জন এবং রিহ্যাবিলিটেশন কেয়ার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ৪৫ জন রোগীর মধ্যে উন্নতমানের ইফতার ও খাবার বিতরণ করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল আহসান তালুকদার পিএএ। এসময় তিনি রোগীদের পারিবারিক বিষয়ে বিভিন্ন খোজখবর নেন, তারা যাতে কেন্দ্র থেকে বের হয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারে এজন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশনা দেন এবং তাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য, যে কোন ধরনের সহযোগিতার প্রয়োজনে জেলা প্রশাসন পাশে থাকবে বলে জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস