আজ সোমবার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: কামরুল আহসান তালুকদার পিএএ সালথা উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন, আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন ও সুবিধাভোগীদের খোঁজখবর নেন, রামকান্তপুর ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে স্থানীয় লোকজনের সাথে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, সালথা, ইউএনও, সালথা, এসি ল্যান্ড সালথা ও উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস