Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা শিক্ষা অফিস, ফরিদপুর।
ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

দপ্তরের কর্মপরিধি: (সেবা ও ধাপসমূহ)

বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত ব্যবস্থাপনা কমিটি (IMC)দু্ই ধাপে সম্পন্ন হয়:

প্রতিষ্ঠান প্রধান---মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা।

 

বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগকৃত শিক্ষক/ কর্মচারীদের এমপিও, টাইম স্কেল ও উচ্চতর (তিন ধাপে সম্পন্ন হয়): প্রতিষ্ঠান প্রধান---জেলা শিক্ষা অফিস ---মহাপরিচালক, মাউশি

 

বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন দু্ই ধাপে সম্পন্ন হয়:

প্রতিষ্ঠান প্রধান ---মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা।

 

বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের অবসর সুবধিা/কল্যাণ- দু্ই ধাপে সম্পন্ন হয়:  প্রতিষ্ঠান প্রধান ---পরিচালক, ব্যানবেইস, ঢাকা।

 

বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান নতুন শ্রেণী শাখা খোলা- চার ধাপে সম্পন্ন হয়:

প্রতিষ্ঠান প্রধান ---উপজেলা/জেলা কমিটি---শিক্ষা বোর্ড/মহাপরিচালক, মাউশি---শিক্ষা মন্ত্রণালয়।

 

বেসরকারী নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত- পাঁচ ধাপে সম্পন্ন হয়:

প্রতিষ্ঠান প্রধান---মহাপরিচালক/শিক্ষা মন্ত্রণালয়---প্রতিষ্ঠান প্রধান---জেলা শিক্ষা অফিস---মহাপরিচালক, মাউশি

 

বেসরকারী শিক্ষক নিবন্ধন সনদ বিতরণ - দুই ধাপে সম্পন্ন হয়:

বেসরকারী শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ ---জেলা শিক্ষা অফিস---সংশ্লিষ্ট ব্যক্তি

 

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক অডিটআপত্তির ব্রডশিট- তিন ধাপে সম্পন্ন হয়:   

প্রতিষ্ঠান প্রধান--জেলা শিক্ষা অফিস-- মহাপরিচালক, মাউশি

 

এছাড়া ৩য় ও ৪র্থ কর্মচারীদের দক্ষতাসীমা অতিক্রমের অনুমতি প্রদান, শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরকরণ, কর্মকর্তা/কর্মচারীদের বার্ষিক গোপনীয়প্রতিবেদন,শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা,এসবিএ, পিবিএম ও সিকিউ বাস্তবায়ন, শ্রেণীতে পাঠদান নিশ্চিত ওফলপ্রসুকরণ, বিনামূল্যের বই বিতরণ, জারীকৃত প্রজ্ঞাপন/পরিপত্রপ্রেরণ/অবহিতকরণ বিভিন্ন প্রকারের আবেদন নিষ্পত্তি, জাতীয় স্কুল ও মাদরাসা (শীতকালীণ ও গ্রীষ্মকালীন) ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকর্তৃক প্রদত্ত বিবিধ কাজ সম্পাদ ইত্যাদি।

সিটিজেন চার্টার

ক্রঃ নং

কাজের ধরণ

সেবাদানকারী কর্তৃপক্ষ

সেবা গ্রহণকারী কর্তৃপক্ষ

সেবাদানের সময়

মন্তব্য

০১।

নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়/দাখিল/আলিম/ফাজিল/কামিল মাদ্রাসার স্বীকৃতি নবায়নের জন্য পরিদর্শন ও প্রতিবেদন প্রেরণ।

চেয়ারম্যান,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ঢাকা/উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ঢাকা অঞ্চল,ঢাকা।

অধ্যক্ষ/প্রধান শিক্ষক/সুপার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান

২০-২৫ দিন

 

০২।

এমপিও আদেশ প্রাপ্ত সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিও ভূক্ত করণ।

মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ,ঢাকা।

১-১০দিন

 

০৩।

কার্যনির্বাহী কমিটি বিহীন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিল পাশ।

জেলা শিক্ষা অফিসার,ফরিদপুর।

১-৫ দিন

 

০৪।

নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বোর্ডে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন।

জেলা শিক্ষা অফিসার,ফরিদপুর।

১-৪ দিন

 

০৫।

নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বোর্ডে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন।

জেলা শিক্ষা অফিসার,ফরিদপুর।

১-৪ দিন

 

০৬।

জেলা পর্যায়ে জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্ম ও শীতকালীন খেলাধুলার সার্বিক দায়িত্ব পালন।

জেলা শিক্ষা অফিসার,ফরিদপুর।

২০-২৫ দিন

 

০৭।

শিক্ষারগুনগত মান উন্নয়নের লক্ষ্যে নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক সহ বিষয় ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষনের মনোনয়ন প্রদান।

জেলা শিক্ষা অফিসার,ফরিদপুর।

১৪/২১ দিন

 

০৮।

বৃক্ষ রোপন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষন এবং সংরক্ষনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগণকে উদ্বুদ্ধকরণ।(জুন-জুলাই)

জেলা শিক্ষা অফিসার,ফরিদপুর।

-

 

০৯।

শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রী উপবৃত্তি তদারকি।

জেলা শিক্ষা অফিসার,ফরিদপুর।

-

 

১০।

আনুষাংগিক ও বিবিধ।

জেলা শিক্ষা অফিসার,ফরিদপুর।

-

 
label.column.field_projects

প্রকল্পের নাম

মন্ত্রণালয়/বিভাগ

শুরুর বছর

উদ্দেশ্য/লক্ষ্য

বাস্তবায়ন এলাকা

মাধ্যমিকশিক্ষাখাত উন্নয়ন প্রকল্প (SESDP)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়

২০০৫খ্রিঃ

মাধ্যমিকশিক্ষার গুণগত মান উন্নয়ন     

জেলার মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয় ওমাদ্রাসা

যোগাযোগ

জেলা শিক্ষা অফিস

২নং হাবেলী গোপালপুর (জিলা স্কুলের পেছনে, রেল স্টেশন সংলগ্ন)

ফরিদপুর-৭৮০০।

ফোন- ০৬৩১-৬২৬৭৭

E-mail: faridpurdeo2008@yahoo.com