কলেজের নামকরণঃ ১৫ নভেম্বর ১৯১৫ সালে অম্বিকাচরণ মুজমদার ফরিদপুরের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভা করে ফরিদপুর শহরে একটা ২য় গ্রেডের কলেজ স্থাপনের রূপরেখা প্রণয়নের জন্য কমিটি গঠন করেন। উক্ত কমিটি কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য ৮০ হাজার টাকার প্রাথমিক তহবিল গঠনের সুপারিশ করে। শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের নিকট হতে মাত্র ৪০ হাজার টাকা সংগৃহীত হয়। বাকি টাকার জন্য অম্বিকাচরণ ভাবতে থাকেন। তিনি ফরিদপুর জেলার বাইশরশির জমিদার রমেশ নারায়ণ রায় চৌধুরীর নিকট আর্থিক সহায়তার বিষয়টি উত্থাপন করেন। রমেশ নারায়ণ রায় চৌধুরী কলেজের নাম তাঁর স্বর্গীয় পিতা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর নামে করার শর্তে ৫০ হাজার টাকা দেয়ার প্রস্তাব করেন। কলেজ কমিটি উক্ত প্রস্তাবে স্বীকৃত হয়ে কলেজের নামকরণ করেন ‘‘রাজেন্দ্র কলেজ’’। অম্বিকাচরণ মজুমদারের প্রাণান্ত প্রচেষ্টায় ১৯১৮ সালের ১৩ মে ভারত সরকারের নিকট হতে রাজেন্দ্র কলেজ অধিভুক্তির চূড়ান্ত অনুমোদন লাভ করে।
কলেজের নামকরণঃ ১৫ নভেম্বর ১৯১৫ সালে অম্বিকাচরণ মুজমদার ফরিদপুরের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভা করে ফরিদপুর শহরে একটা ২য় গ্রেডের কলেজ স্থাপনের রূপরেখা প্রণয়নের জন্য কমিটি গঠন করেন। উক্ত কমিটি কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য ৮০ হাজার টাকার প্রাথমিক তহবিল গঠনের সুপারিশ করে। শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের নিকট হতে মাত্র ৪০ হাজার টাকা সংগৃহীত হয়। বাকি টাকার জন্য অম্বিকাচরণ ভাবতে থাকেন। তিনি ফরিদপুর জেলার বাইশরশির জমিদার রমেশ নারায়ণ রায় চৌধুরীর নিকট আর্থিক সহায়তার বিষয়টি উত্থাপন করেন। রমেশ নারায়ণ রায় চৌধুরী কলেজের নাম তাঁর স্বর্গীয় পিতা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর নামে করার শর্তে ৫০ হাজার টাকা দেয়ার প্রস্তাব করেন। কলেজ কমিটি উক্ত প্রস্তাবে স্বীকৃত হয়ে কলেজের নামকরণ করেন ‘‘রাজেন্দ্র কলেজ’’। অম্বিকাচরণ মজুমদারের প্রাণান্ত প্রচেষ্টায় ১৯১৮ সালের ১৩ মে ভারত সরকারের নিকট হতে রাজেন্দ্র কলেজ অধিভুক্তির চূড়ান্ত অনুমোদন লাভ করে।
নং | বিষয় | ||||
উচ্চমাধ্যমিক | সণাতক পর্যায় | অনার্স | মাস্টার্স প্রথম পর্ব | মাস্টার্স শেষ পর্ব | |
০১. | বিজ্ঞান শাখা | বিজ্ঞান শাখা | বাংলা | বাংলা | বাংলা |
০২. | কলা শাখা | কলা শাখা | ইংরেজি | ইংরেজি | ইংরেজি |
০৩. | ব্যবসায় শিক্ষা | ব্যবসায় শিক্ষা | ইতিহাস | ইতিহাস | ইতিহাস |
০৪. |
|
| ইস-ইতিহাস ও সংস্কৃতি | ইস-ইতিহাস ও সংস্কৃতি | ইস-ইতিহাস ও সংস্কৃতি |
০৫. |
|
| রাষ্ট্রবিজ্ঞান | রাষ্ট্রবিজ্ঞান | রাষ্ট্রবিজ্ঞান |
০৬. |
|
| অর্থনীতি | অর্থনীতি | অর্থনীতি |
০৭. |
|
| সমাজবিজ্ঞান | সমাজবিজ্ঞান | সমাজবিজ্ঞান |
০৮. |
|
| সমাজ কর্ম | সমাজ কর্ম | সমাজ কর্ম |
০৯. |
|
| হিসাববিজ্ঞান | ইতিহাস | হিসাববিজ্ঞান |
১০. |
|
| ব্যবস্থাপনা | হিসাববিজ্ঞান | ব্যবস্থাপনা |
১১. |
|
| মার্কেটিং | ব্যবস্থাপনা | পদার্থবিজ্ঞান |
১২. |
|
| ফিন্যান্স | পদার্থবিজ্ঞান | রসায়ন |
১৩. |
|
| পদার্থবিজ্ঞান | রসায়ন | গণিত |
১৪. |
|
| রসায়ন | গণিত | উদ্ভিদ বিজ্ঞান |
১৫. |
|
| গণিত | ভূগোল ও পরিবেশ বিজ্ঞান | প্রাণিবিজ্ঞান |
১৬. |
|
| উদ্ভিদ বিজ্ঞান |
| ভূগোল ও পরিবেশ বিজ্ঞান |
১৭. |
|
| প্রাণিবিজ্ঞান |
|
|
১৮. |
|
| ভূগোল ও পরিবেশ বিজ্ঞান |
|
|
পরিচালনা কমিটি:
বেসরকারি কলেজেরমত সরকারি কলেজে কোন পরিচালনা কমিটি থাকে না । তবে কলেজের সামগ্রিক কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অধ্য মহোদয়কে সহায়তা প্রদান করার নিমিত্তে কয়েকটি কমিটি/পরিষদ/কাউন্সিল কাজ করে । এগুলো নিমণরূপঃ
০১। একাডেমিক কাউন্সিলঃ
অধ্যক্ষ মহোদয় সভাপতি
উপাধ্যক্ষ মহোদয় সদস্য সচিব
সকল বিভাগীয় প্রধান সদস্য সচিব
সকল হোষ্টেল সুপার সদস্য সচিব
০২। শিক্ষক পরিষদ ঃ
অধ্যক্ষ মহোদয় সভাপতি
নির্বাচিত একজন শিক্ষক সম্পাদক
নির্বাচিত একজন শিক্ষক ট্রেজারার
নির্বাচিত একজন শিক্ষক যুগ্ম সম্পাদক-১
নির্বাচিত একজন শিক্ষক যুগ্ম সম্পাদক-২
সকল শিক্ষক সদস্য
০৩। আইন শৃঙ্খলা কমিটিঃ
সকল শিকক্ষ বাই-রোটেশন এই দায়িত্ব পালন করে। ক্লাস মরিটরিংও দাদের দায়িত্ব;
০৪। টেন্ডার ও ক্রয় কমিটি ঃ
উপাধ্যক্ষ মহোদয় আহবায়ক
চারজন শিক্ষক সদস্য
০৫। হোষ্টেল পরিচালনা কমিটিঃ
একজন সিনিয়র শিক্ষক আহবায়ক
পাঁচজন শিক্ষক সদস্য
সকল হোষ্টোল সুপার সদস্য
সকল সহকারী হোষ্টোল সুপার সদস্য
০৬। পরীক্ষ পরিচালনা কমিটি /ভর্তি কমিটিঃ
বাই-রোটেশন পদ্ধতিতে গঠিত হয়।
০৭। বাস পরিচালনা কমিটিঃ
একজন সিনিয়র শিক্ষক আহবায়ক
চারজন শিক্ষক সদস্য
প্রত্যেক বাসের দায়িত বপ্রাপ্ত শিক্ষক সদস্য
০৮। শিক্ষক ক্লাবঃ নির্বাচিত পরিষদ কর্তৃক পরিচালিত হয় ।
০৯। কর্মচারি কল্যণ পরিষদঃ নির্বাচিত একজন কর্মচারি সম্পাদক
নির্বাচিত একজন কর্মচারি কোষাধ্যক্ষ
নির্বাচিত দুইজন কর্মচারি যুগ্ম সম্পাদক
সকল কর্মচারি সদস্য
১০। রুটিন কমিটি ঃ ৪/৫ জন শিক্ষকের সমন্বয়ে গঠিত।
১১। পরিস্কার পরিচ্ছন্ন কমিটিঃ শিক্ষক ও কর্মচারিদের সমন্বয়ে গঠিত।
১২। ছাত্র সংসদ পরিচালনা কমিটি( যদি ছাত্র সংসদ কারকর থাকে )ঃ
অধ্যক্ষ মহোদয় সভাপতি
নির্বাচিত ছাত্রনেতা সহ-সভাপতি
নির্বাচিত ছাত্রনেতা সাধারন সম্পাদক
নির্বাচিত সহ-সাধারন সম্পাদক
প্রত্যেক বিভাগে নির্বাচিত ছাত্রনেতা সম্পাদক
প্রত্যেক বিভাগে নির্বাচিত একজন ছাত্রনেতা সম্পাদক
প্রত্যেক বিভাগে একজন ভারপ্রাপ্ত অধ্যাপক থাকেন
১৩। জাতীয় দিবস /ধর্মীয় অনুষ্ঠানদি পরিচালনা কমিটিঃ
শিক্ষক-কর্মচারির সমন্বয়ে যৌথভাবে গঠিক হয়।
১৪। বিভাগীয় কমিটিঃ
বিভাগীয় প্রদান সভাপতি
বিভাগের সকল শিক্ষক সদস্য
শিঘ্রই দেয়া হবে .........................
·
দরিদ্র ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপকরণ ও চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান;
অর্জন : ০১) উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রতি বছর সর্বাধিক সংখ্যক জিপিএ ৫.০০ প্রাপ্ত ছাত্র/ছাত্রী
০২) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাষ্টার্স পর্যায়ে ১ম শ্রেণী সহ সবৃাধিক পাশের হার
০৩) জাতীয় পর্যায়ের সকল দিবস আনুষ্ঠানিকভাবে পালন সহ বি.এন.সি.সি. ও রোভার স্কাউট -এ ছাত্র/ছাত্রীদের সক্রিয় অংশ গ্রহণ
................................................
কলেজের সহ-শিক্ষা কার্যক্রমঃ
1. সাহিত্য ও সংস্কৃতি;
2. বিতর্ক;
3. ক্রীড়া প্রতিযোগিতা;
4. বি.এন.সি.সি. ও রোভার স্কাউট;
5. জাতীয় পর্যায়ের সকল দিবস আনুষ্ঠানিকভাবে পালন;
এছাড়াও কলেজে বার্ষিক মিলাদ মাহফিল ও বার্ষিক সরস্বতী পূজা ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মাধ্যমে পালন করা হয়।
সেবার ধরনঃ
· বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুসারে শ্রেণী কক্ষে নিয়মিত পাঠদান, পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশ;
· প্রশাসনিক ভবনের ১০ টি কাউন্টার থেকে ছাত্র-ছাত্রীদের প্রয়োজন মত তথ্য ও সেবা প্রদান;
· অনলাইন সেবা (বোর্ড ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত);
· ৪ টি ছাত্রাবাস ও ২ টি ছাত্রীনিবাসের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের আবাসিক সমস্যার অনেকাংশে সমাধান করা হয়;
· দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের অর্ধবেতন/বিনাবেতনে শিক্ষা গ্রহনের সুবিধা;
· দরিদ্র ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপকরণ ও চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান;
· শিক্ষার্থীদের নিরাপদে সাইকেল রাখার জন্য ২টি সাইকেল গ্যারেজ;
· ২টি কেন্দ্রীয় লাইব্রেরী ও ১৮টি সেমিনার লাইব্রেরীতে পাঠদান ও বই গ্রহণের সুবিধা;
· ছাত্র-ছাত্রী মিলনায়তনে খেলাধুলার ব্যবস্থা;
· ছাত্র-ছাত্রী হোস্টেলে অভিভাবকদের স্বাক্ষাতকারের জন্য গেস্টরুমের ব্যবস্থা;
· অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের স্বাক্ষাতকারের সার্বক্ষণিক সুবিধা;
· কলেজের নিজস্ব পরিবহন সেবা;
ভবিষ্যৎ পরিকল্পনা
01) বর্তমানের মত ভবিষ্যতেও রাজেন্দ্র কলেজকে সন্ত্রাস ও মাদক মুক্ত রাখা ;
02) ধূমপান মুক্ত শিক্ষাজ্ঞান হিসেবে ঘোষনা:
03) বিজ্ঞান ও প্রযৃক্তির অধিক ব্যবহার;
04) কলেজের অফিস, সকল বিভাগ ও সকল হোষ্টেলকে ডিজিটালাইজড করা;
05) বর্তমানের মত ভবিষ্যতেও সুস্থ শিক্ষা ও সংস্কৃতির চর্চা এবং অপসংস্কৃতি রোধ করা ;
06) কলেজে খেলাধুলার সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ নিয়মিতভাবে কলেজে বার্ষিক ক্রীড়া ও আমত্ম বিভাগ প্রতিযোগিতার আয়োজন;
07) কাঙ্কিত পন্থায় ছাত্র রাজনীতি চর্চা;
08) সামগ্রিক পরিবেশ উন্নত করা;
09) দুটি ক্যাম্পাসে দুটি আধুনিক লাইব্রেরী গড়ে তোলা;
10) কলেজে সহ-শিক্ষ কাযৃক্রম আরো জোরদার করা;
11) প্রত্যেক বিভাগের সেমিনার লাইব্রেরী অধিকতর সমৃদ্ধ করা;
12) প্রত্যেক বিভাগে/ হোষ্টেলে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ;
13) ক্লাসরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টরের অধিক ব্যবহার;
14) একটি আধুনিক অডিটোরিয়াম স্থাপন;
15) চারটি বহুতলবিশিষ্ট একাডেমিক ভবন এবং ছয়টি নতুন ছাত্র/ছাত্রী হোষ্টেল নির্মাাণ;
16) শিক্ষক - ছাত্র পরিবহন ব্যবস্থা সহজতর ও আরামদায়ক করা;
17) দেশের বরেন্য ব্যক্তিদের সম্মননা প্রদান এবং সেমিনারের আয়োজন;
18) কলেজের বিদ্যমান সুয়োগ সুবিধার সর্বোচ্চ ব্যবহার ;
19) মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ ছাত্র-সমাজ গঠন এবং মানব সম্পদ তৈরিতে বাসত্মব সম্মত পদক্ষপ গ্রহণ;
সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
টেলিফোন: ০৬৩১-৬৩০২৮ ; ০৬৩১-৬১৪৬৬
ওয়েব সাইট: http://www.rajendracollege.edu.bd
ই-মেইল : rajendracollege@yahoo.com
শিঘ্রই দেয়া হবে .........................
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস