১৯১৮ সন। সোনালী সকাল গুটি কতক অনুগত শিষ্য পরিবেষ্টিত আছেন এক মহাপ্রাণ পন্ডিত প্রবর ঠাকুর মহাশয়। জ্ঞানের আলোর সন্ধানে নিবিষ্ট মনে প্রাণে। তিনি আর কেউ নন। আমাদের পাঠশালার প্রতিষ্ঠাতা। অচিরেই পরিচিতি লাভ করে নেন্দু ঠাকুরের পাঠশালা।
৬০ এর দশকে পৌরসভা এই পাঠশালার দায়িত্বভার গ্রহণ করে। প্রায় ৫০ শতক জায়গা অধিগ্রহণ করে নতুন টিনসেড ভবন নির্মাণ করে শিক্ষা বিস্তারের নতুন মাত্রা যোগ করে।
০১/০৭/১৯৭৩ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহানুভবতায় বিদ্যালয়টি জাতীয়করনে অভিষিক্ত হয়। গোয়ালচামট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম গ্রহন করলেও শতাব্দীকাল ধরেই পাঠশালা নামেই গৌরবাম্বিত ও বহুল পরিচিত।
মনের মাধুরী মিশিয়ে প্রধান শিক্ষক পদে থেকে সেবা দিয়ে ধন্য করেছেন এ বিদ্যাপীঠকে। সেই গুনী ও পন্ডিত ব্যক্তিগন বিদ্যালয় স্মৃতিতে চির জাগরুক হয়ে আছেন। সর্ব জনাব মোঃ জয়নুল আবেদীন, মোঃ মুজিবুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, গাজী মোকছেদুর রহমান ও তাহেরুন নেছার বিচক্ষনতায় বিদ্যালয়কে করেছে স্মরণীয় ও বরণীয়। তারই ধারাবাহিকতায় বিদ্যালয়ের সেবায় নিয়োজিত আছেন বিবেকা নন্দ বসু।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট | মন্তব্য |
শিশু | ১৫ | ১৫ | ৩০ |
|
১ম | ৪৫ | ৪৫ | ৯০ |
|
২য় | ৪৪ | ৪৬ | ৯০ |
|
৩য় | ৪৬ | ৫১ | ৯৭ |
|
৪য় | ৪০ | ৪০ | ৮০ |
|
৫ম | ২৮ | ৩৭ | ৬৫ |
|
সর্বমোট | ২১৮ | ২৩৪ | ৪৫২ |
|
ক্র.নং | নাম | পদবী | কার্যকাল | মোবাইল নং |
১. | জনাব শেখ মাহতাব আলী মেথু | (মেয়র) সভাপতি | ০১৯১১৩০৩২২৭ | |
২. | জনাব মোঃ ইউসুফ আলী চৌধুরী | সহ-সভাপতি |
| ০১৭১১০০৩৩০৭ |
৩. | জনাব আনিসুর রহমান চৌধুরী সাবুল | কাউন্সিলার |
| ০১৭১১১২৩৭৬৯ |
৪. | জনাব শাহজাদী বেগম | সদস্য |
| ০৬৩১৬২৪৭২ |
৫. | জনাব মোঃ আঃ সামাদ প্রামানিক | সদস্য |
| ০১৯১৫৮৯৯৬৬৮ |
৬. | জনাব মোঃ নুরুল ইসলাম | সদস্য |
| ০১৫৫৩৩৫২৯৬৯ |
৭. | জনাব চঞ্চলা মন্ডল | সদস্য |
| ০১৭১২২২৫৬৪৯ |
৮. | জনাব তাহেরুন নেছা | সদস্য |
| ০১৭৩৬২২৯৯৬৫ |
৯. | জনাব পলাশী বেগম | সদস্য |
| ০১৯১২৭৯৯২২০ |
১০. | জনাব হাসনা হেনা | সদস্য |
| ০১১৯০৯২১০৬৮ |
১১. | জনাব রওশন আরা বেগম | সদস্য |
| ০১৭৪৬৩৮০০৯৫ |
১২. | জনাব বিবেকানন্দ বসু | সদস্য সচিব |
| ০১৭১২৪৩১১১০ |
সন | পরীক্ষার্থী | উর্ত্তীণ | অনুর্ত্তীণ | উর্ত্তীনের হার | মন্তব্য | ||||||
| বালক | বালিকা | মোট | বালক | বালিকা | মোট | বালক | বালিকা | মোট | - | - |
২০০৯ | ১৩ | ২২ | ৩৫ | ১৩ | ২১ | ৩৪ | ০ | ১ | ১ | ৯৭% | ১ জন বৃত্তি লাভ |
২০১০ | ২০ | ২৮ | ৪৮ | ২০ | ২৮ | ৪৮ | ০ | ০ | ০ | ১০০% | - |
২০১১ | ২৯ | ৩৬ | ৬৫ | ২৯ | ৩৬ | ৬৫ | ০ | ০ | ০ | ১০০% | ২ জন বৃত্তি লাভ |
২০১২ | ২৯ | ৩৯ | ৬৮ | ২৯ | ৩৮ | ৬৭ | ০ | ১ | ১ | ৯৯% | - |
২০০৯ সনে ১ জন ছাত্রের প্রাথমিক বৃত্তি লাভ।
২০১১ সনে ২ জন ছাত্রের প্রাথমিক বৃত্তি লাভ।
১০. |
|
|
|
|
| ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে শিশুদের পদচারণা গৌরবউজ্জ্বল | |||
| শ্রেষ্ঠ স্কুল ১৯৯৮ সালে (জেলা পর্যায়)। | |||
| শ্রেষ্ঠ শিক্ষক এর সম্মান লাভ বিবেকানন্দ বসু (জেলা পর্যায়) নাছরিন হক, স্মৃতিপদক লাভ প্রাত্তন প্রধান শিক্ষক (গাজী মোকছেদুর রহমান) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে ছেলে ও মেয়ে উভয় দল সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন পৌরসভায়। | |||
|
|
| ||
ভবিষ্যৎ পরিকল্পনাঃ |
|
|
|
শিক্ষার গুণগতমান ও পরিমাণ গত মান উন্নয়ন। | |||
৮ম শ্রেণী পর্যন্ত চালু করা। | |||
অধিক সংখ্যক প্রাথমিক বৃত্তি অর্জন করা। | |||
বিদ্যালয়টিকে আর্দশ বিদ্যালয় হিসাবে গড়ে তোলা। |
গোয়ালচামট সরকারী প্রাথমিক বিদ্যালয় ডাকঘরঃ ফরিদপুর, জেলাঃ ফরিদপুর। ফরিদপুর শহর প্রাণকেন্দ্র পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন মুজিব সড়কের পাশে। |
ক্রমিক নং | নাম | শ্রেণী | ক্রমিক নং | নাম | শ্রেণী |
১. | মনিষা সাহা | ৫ম | ১৩. | নিবিড় সিংহ | ৩য় |
২. | জান্নাতুন নেছা | ৫ম | ১৪. | পায়েল সেন | ৩য় |
৩. | মীম আক্তার | ৫ম | ১৫. | তামিম হোসেন | ৩য় |
৪. | ঐশী দাস | ৫ম | ১৬. | জন্মে জয় সাহা | ২য় |
৫. | নাসরিন আক্তার | ৫ম | ১৭. | প্রথমা সরকার | ২য় |
৬. | ফারহানা ইসলাম | ৪র্থ | ১৮. | হামীম হোসেন | ২য় |
৭. | সমাপ্তি কর্মকার | ৪র্থ | ১৯. | সোবাহান | ২য় |
৮. | শোভন দাস | ৪র্থ | ২০. | সুজয় রবিদাস | ২য় |
৯. | সুজয় কর্মকার | ৪র্থ | ২১. | আশ্বাদুল শেখ | ১ম |
১০. | পূজা বিশ্বাস | ৪র্থ | ২২. | মাইসা আক্তার | ১ম |
১১. | আশশিকা আক্তার | ৩য় | ২৩. | অনন্যা মোস্তফা | ১ম |
১২. | জারিণ আক্তার | ৩য় | ২৪. | মোঃ ওলিউল্লাহ | ১ম |
|
|
| ২৫. | মেঘা চৌধুরী | ১ম |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস